নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৪৪। জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচন,
Ø তফসিল,
o
দেশের প্রতিটি জেলায় ‘জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন’
কমিটি থাকবে। উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনের পরবর্তী
বছর ৩ মে জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।
o
জেলার প্রতিটি উপজেলা সামাজিক ব্যবসা
ফেডারেশনের সভাপতি ও সহ-সভাপতিদ্বয় পদধিকার বলে জেলা সামাজিক
ব্যবসা ফেডারেশনের কার্যকরী সদস্য পদে অধিষ্ঠিত হবেন।
o
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন সদস্যগণ
পদাধিকার বলে জেলার বিভিন্ন (খাত) সামাজিক ব্যবসা কমিটির সভাপতি
ও সহ-সভাপতি হবেন। তবে কে কোনো স্টান্ডিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি হবেন তা ‘জেলা
সামাজিক ব্যবসা ফেডারেশন’ কমিটি নির্ধারণ করবেন।
o
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন’ কমিটির
পদসমূহ ‘উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশন’ কমিটির
মতো প্রায় একই পদ থাকবে।
o
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশনের পদসমূহ
(সম্ভাব্য),
§
সভাপতি
§
সহ-সভাপতি
§
ভবিষ্যত তহবিল সম্পাদক ও সহ-সম্পাদক
§
শ্রম আইন বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
ন্যায্য বেতন ও সুবিধা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সম্পাদক ও সহ-সম্পাদক
§
রিসাইকেলিং ও টেকনিক্যাল শিক্ষা সম্পাদক ও সহ-সম্পাদক
§
প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সহ-সম্পাদক
§
কর্মস্থলে নিরাপত্তা প্রশিক্ষণ সম্পাদক ও সহ-সম্পাদক
§
শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
বীমা ও আয়কর সম্পাদক ও সহ-সম্পাদক
§
দক্ষতা উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক ও সহ-সম্পাদক
§
অর্গানিক খাদ্য ও উঠান কৃষি সম্পাদক ও সহ-সম্পাদক
§
স্বাধীনতা ও বিপ্লব বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
মহিলা উদ্যোক্তা সৃষ্টি সম্পাদক ও সহ-সম্পাদক
§
সমবায় ও ব্যাংক সম্পাদক ও সহ-সম্পাদক
§
পরিবহন ও যোগাযোগ সম্পাদক ও সহ-সম্পাদক
§
পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
বিবাদ মীমাংসা সম্পাদক ও সহ-সম্পাদক (১)
§
সহ বিবাদ মীমাংসা সম্পাদক (২) ও সহ-সম্পাদক (৩)
§
আইনি সহায়তা সম্পাদক ও সহ-সম্পাদক
§
তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও সহ-সম্পাদক
§
পুরুষ উদ্যোক্তা সৃষ্টি সম্পাদক ও সহ-সম্পাদক
§
প্রতারণা ও ভেজাল প্রতিরোধ সম্পাদক ও সহ-সম্পাদক
§
সততা ও স্বচ্ছতা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
নবায়নযোগ্য শক্তি বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন সম্পাদক ও সহ-সম্পাদক
§
নৈতিকতা ও মানবিকতা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
মৎস্য ও প্রাণী কৃষি বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
সংস্কৃতি ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
ভূমি ও আবাসন বিষয়ক সম্পাদক ও সহ-সম্পাদক
§
কার্যকরী সদস্য (উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশনের সভাপতি ও সহ-সভাপতি পদধিকার বলে জেলা সামাজিক
ব্যবসা ফেডারেশনের কার্যকরী সদস্য পদে অধিষ্ঠিত হবেন।)
Ø প্রার্থী,
o
‘জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন’ কমিটির
নির্দিষ্ট ৬০টি পদের জন্য, উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশনের একই পদের নির্বাচিতদের থেকে প্রার্থী হবেন (গুরুপিং অনেক কম হবে)। অর্থাৎ যারা
উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশনের সভাপতি,
আমদানি ও রপ্তানি সম্পাদক, আইন সম্পাদক ইত্যাদি পদে নির্বাচিত হয়েছেন তারা যথাক্রমে
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনে সভাপতি,
আমদানি ও রপ্তানি সম্পাদক ও সহ সম্পাদক , আইন সম্পাদক ও সহ সম্পাদক ইত্যাদি পদের প্রার্থী
হবে।
o
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন পদের সাবেক বিজয়ী বা পরবর্তীতে পরাজিত সদস্য জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনের যেকোনো
পদে প্রার্থী হতে পারবেন।
o
জেলা সামাজিক ব্যবসা ফেডারেশনের পদে
সর্বোচ্চ তিন টার্ম দায়িত্ব পালন করতে পারবেন এবং ছয় টার্ম প্রার্থী হতে পারবেন।
o
উপজেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনে জয়ী ও সর্বশেষ পরাজিত প্রার্থী জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
Ø ভোটার,
o
নির্দিষ্ট জেলার সকল উপজেলার সামাজিক ব্যবসা ফেডারেশনের সদস্যরা জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন নির্বাচনে সকল পদের ভোটার হবেন।
o
জেলায় একাধিক (খাত) সামাজিক ব্যবসা কমিটি
বা সাব কমিটি থাকতে পারে। তবে জেলার (খাত) সামাজিক ব্যবসা কমিটি
বা সাব কমিটি, জেলা সামাজিক ব্যবসা ফেডারেশন ভোটার হবে না।
o
তফসিল ঘোষণার ১৫ দিন পূর্বে খসড়া ভোটার তালিকা জেলা
নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
o
খসড়া ভোটার তালিকার বিরুদ্ধে খসরা ভোটার তালিকা প্রকাশের ৫
দিনের মধ্যে আপিল দাখিলের সময় থাকবে।
o
আপিল দাখিলের পরবর্তী ১০ দিনের মধ্যে আপত্তি নিষ্পত্তি করা
হবে এবং তফসিল ঘোষণার সাথে চূড়ান্ত ভোটার তালিকা জেলা নির্বাচন কমিশনের
ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
Ø ভোট কেন্দ্র,
o
জেলায় দ্বিতীয় শীর্ষ র্যাংকিংয়ে থাকা প্রাথমিক বিদ্যালয়ে
ভোট অনুষ্ঠিত হবে।
o
বিভাগীয় নির্বাচন অফিসার রিটার্নিং অফিসার, জেলা নির্বাচন অফিসার
সহকারী রিটার্নিং অফিসার, ঐ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক প্রিজাইডিং অফিসার এবং
শিক্ষকবৃন্দ সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।
Ø নির্বাচনী ফলাফল,
o
ভোট গনণা শেষে কেন্দ্রের প্রতিটি কক্ষে বিজয়ী
ঘোষণা করা হবে, তারপর কেন্দ্রে প্রাথমিক বিজয়ী ঘোষণা করা হবে।
o
নির্বাচনের পরের দিন সিসিটিভির ঘণ্টা ও মিনিট উল্লেখ করে অভিযোগ
বা সুনির্দিষ্ট অভিযোগ উল্লেখ করে প্রার্থী আপিল করতে পারবেন এবং পরবর্তী ৬ দিনের মধ্যে
আপিল নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।
o
যে সকল নির্বাচনী আসনে নির্বাচনের পরের দিন আপিল আসবে না, সেখানে
নির্বাচন পরবর্তী ২য় দিন বিকাল ৫টার পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।